সোমবার, আগস্ট ১৮, ২০২৫

দৈনিক আপন কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ সাত্তার ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা

আপডেট:

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক আপন কন্ঠের স্টাফ রিপোটার ও চট্টগ্রাম থেকে প্রচারিত অনলাইন পোর্টাল চট্টগ্রাম প্রতিদিন এর কক্সবাজার করেসপন্ডেন্ট এম এ সাত্তারের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে চিহ্নিত সন্ত্রাসী দখলবাজ সমাজে বিতর্কিত ভূমি দস্যু আব্দুল আজিজ ও তার বাহিনী লোকজন।

গত বৃহস্পতিবার আনুমানিক দুপুর দেড়টার সময় ছনখোলা তার নিজ বাসায় এই পরিকল্পিত হামলা চালানো হয়। এসময় সাত্তার ও তার ভাই এবং ভাবিকে কে লোহার রড, লাঠি, দা দিয়ে কুপিয়ে হাতে মারাত্মক ভাবে জখম করে। পরে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায় এবং প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। সাত্তার বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রে জানা যায় যে, দীর্ঘদিন ধরে সাংবাদিক এম এ সাত্তারের বসতবাড়ির জমির প্রতি লোলুপ দৃষ্টি পড়ছিল ভূমিদস্যু আব্দুল আজিজ গংয়ের। বেশ কয়েকবার সামাজিক ভাবে মিটমাট করে দেওয়ার পরেও উক্ত ভূমি দস্যূ ও দখলবাজ প্রতিনিয়ত জায়গা দাবী করে বিভিন্ন রকম হুমকি, ভয় ভীতি দেখায়। সে সমাজে কাউকে তোয়াক্কা না করে বীরদর্পে দখলবাজি করার জন্য যত রকম পদক্ষেপ গ্রহন করার প্রয়োজন সব কিছুর মাষ্টার প্ল্যান তৈরী করে রেখেছে । হঠাৎ এক পর্যায়ে দীঘদিন পরে এসে তাহার বসত ভিটায় ডুকে দখলবাজ ও কুখ্যাত ভূমিদস্যূ ও তার লোকজন নিয়ে সাত্তারের ভিটার সিমানা প্রাচীরে ডুকে তার রোপনকৃত সুপারী গাছ থেকে শুরু করে হরেক রকমের গাছপালা কেটে সাবাড় করে জমির সীমানা বিচ্ছিন্ন করে ফেলে।

প্রতিবাদ করলে সাত্তারের পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, তার এক ছেলে সরকারী ডিপেন্সের লোক হওয়াতে সে সমাজে যে কোন রকম অপরাধ করতে দিধাবোধ করেন না। বর্তমানে সে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজহার দায়ের করেছেন।

বিজ্ঞাপন

ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে আপন কন্ঠ পত্রিকার সম্পাদক ওসমান গনি বলেন, বিষয়টি উদ্বেগের এটি কাম্য নয় । সাংবাদিক এমএ সাত্তারের ওপর হামলার ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত