রবিবার, আগস্ট ১৭, ২০২৫

দুই মেয়ের ভবিষ্যৎ নিয়ে ঘোর অন্ধকারে দিন কাটছে ঝর্ণা বেগমের

আপডেট:

ইলিয়াছ সুমন, স্বন্দীপ:
গত ১০ ডিসেম্বর ২০২০ হারামিয়ার কাছিয়াপাড় গ্রামের মোঃ ছুফিয়ান (৩২) বাড়ি ওয়ালার পারিবারিক অভ্যন্তরীণ বিরোধ ও জন্মদিনের কেক খাওয়াকে কেন্দ্র করে খুন হন। মুত্যুকালে ছুফিয়ান রেখে যান মা, স্ত্রী ঝর্ণা বেগম (৩০), দুই মেয়ে তাহমিনা আক্তার সুর্বনা (১০) ও সাফিয়া আক্তার সাথী (৪)।

মোঃ ছুফিয়ান পেশায় ছিলেন গ্রামের রং চা বিক্রেতা। কোন মতে থাকার ছোট্ট একটি কুঁড়েঘর থাকলেও নেই কোন জমি বা ব্যাংক ব্যালেন্স। এ অবস্থায় ছুপিয়ানের ২ মেয়েকে নিয়ে তার স্ত্রী ঝর্ণা বেগমের দিন কাটছে ঘোর অন্ধকারে।

বিজ্ঞাপন

গত ১৮ ডিসেম্বর চট্রগ্রাম ট্রিবিউন প্রতিনিধি কাছিয়াপাড়স্থ রজব আলী সওদাগর বাড়িতে ছুফিয়ানের স্ত্রীকে দেখতে গেলে তার স্ত্রী ঝর্ণা বেগম জানান, এ অবস্থায় আমি আমার মেয়েদের ভবিষ্যৎ ও তাদের জীবিকার জন্য সমাজের বিত্তবান এবং এম.পি মহদয়ের হস্তক্ষেপ কামনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত