বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

দশ বছর পরে ফের মিউজিক ভিডিওতে অভিনেত্রী: শবনম ফারিয়া

আপডেট:

বিনোদন ডেস্ক:
গত ২৫ অক্টোবর ( রবিবার) সন্ধ্যা সাতটায় ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত বিগ বাজেট এর একটি মিউজ ভিডিও যার নাম “কাবাবের হাড্ডি” ইউটিউব এর গাংচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে এ এটি মুক্তি পেয়েছে।

তারকাবহুল এই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া,রয়েছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ,’কেটো ভাই’ খ্যাত মাশরুর এনান সহ আরো অনেকে।

বিজ্ঞাপন

ইতিমধ্য গানটি ইউটিউবে প্রকাশের পর বিনোদন প্রেমি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

গতকাল গানটি মুক্তির পূর্বে প্রিতম হাসানের একটি ফেসবুক লাইভে, কাবাবের হাড্ডি গানটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, দশ বছর পড়ে এটি আমার দ্বিতীয় মিউজিক ভিডিও।
এসময় তিনি আরো বলেন, আদনান আল রাজীবের নাটক দিয়েই আমার অভিনয় ক্যারিয়ার শুরু। তিনি সঙ্গে থাকায় কাজটি করার বড় এক কারণ প্রীতম হাসানের গান আমার অনেক ভালো লাগে। সবমিলিয়ে পুরো কাজের প্লানিং ভালো ছিল।

বিজ্ঞাপন

এছাড়া মুক্তি পাওয়া এই গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি ভিডিওর বাড়তি চমক ছিলেন প্রতীক হাসান ও প্রীতম হাসান। সুর সংগীত করেছেন প্রীতম হাসান।

‘কাবাবের হাড্ডি’ গানের মাধ্যমে প্রথমবার গান ভিডিও নির্মাণ করলেন কাজল আরেফিন অমি। তিনি জানান, তিনি পরিচালনা করলেও মিউজিক ভিডিওটির সুপারভাইজার হিসেবে পেছন থেকে কাজ করেছেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব।

তিনি আরো বলেন, যেহেতু বিয়ের গান, তাই বিয়ে অনুষ্ঠানেও গানটি পারফর্ম করার মতো। অনেকে হয়তো তাই করবেন। সবমিলিয়ে কাজটি উপভোগ্যের হয়েছে। দর্শক সাদরে গ্রহণ করেছেন, ইতিবাচক অনুপ্রেরণা পাচ্ছি।

এছাড়া প্রথম মিউজিক ভিডিওতে অভিনয় করলেন জিয়াউল হক পলাশ। ‘কাবাবের হাড্ডি’ নিয়ে তিনি বললেন, ‘এটি আমার অভিনীত প্রথম মিউজিক ভিডিও।যথেষ্ট শ্রম দিয়েছি আমরা সবাই। দর্শক এখন পর্যন্ত এটিকে গ্রহণ করছে, প্রচুর ইতিবাচক সাড়া পাচ্ছি। সব মিলিয়ে অসাধারণ লাগছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত