স্টাফ রিপোটার:
বান্দরবানে থানচি উপজেলার সড়কে মালবহন জীপ উল্টে গিয়ে গভীর খাদে পড়ে ৩ জনে মৃত্যু হয়েছে বলে জানা যায়। এতে আহত হয়েছে অন্তত ৪ জন
আহতদেরকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনো পাওয়া না গেলেও আহতদের পরিচয় মিলেছে।
আজ(২১ জানুয়ারি) রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘ্টিকায় সময় সীমান্তবর্তী এলাকায় ৪ কিলোমিটার সড়কে লিক্রি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, বি-17 নামক পিকাপ জীপটি থানচি থেকে মাল বহন করে তার নির্দিষ্ট জায়গায় রওনা দিয়েছিল। সড়ক মাঝ পথে হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিক আপ জীপটি উল্টে পড়ে সরাসরি গভীর খাদে পড়ে যায়। খাদে পড়ে ৩ জনে মৃত্যু হয় ও গুরুত্বর ১ জনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে থানছি থানা পুলিশ কর্মকর্তা ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিতে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে ৩ জনে মৃত্যু হয়েছে বলে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।