মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত ১ জন!

আপডেট:

এস.এইচ.জুনাঈদী :
বোয়ালখালী আমুচিয়ায় বালুর ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ফরিদ (৩৫) নামে ভ্যান চালক আহত হয়েছে।

বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কানুনগোপাড়া-পটিয়া সড়কের কালাইয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় নুরুল ইসলামের ছেলে ভ্যান চালক ফরিদ গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মেডিকাল অফিসার ডা. কান্তা অধিকারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী মুহাম্মদ সাকিব জানায়, ইফতার পর কালাইয়ার হাট থেকে ছেড়ে আসা একটি ব্যাটারি চালিত ভ্যান কানুনগোপাড়া দিকে যাচ্ছিল। ভ্যানটি কালাইয়ার হাট বাজার অতিক্রম করলে বিপরীত দিক থেকে বেপরোয়াভাবে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক গুরুতর আহত হয় ।

এরই মধ্যে ট্রাকটিকে আটক করেছে পুলিশ। উপ পরিদর্শক ছালামত উল্লাহ বলেন, বেপরোয়া ভাবে ছুটে আসা ট্রাকের ধাক্কায় ভ্যান চালক গুরুতর আহত। তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত