শনিবার, আগস্ট ১৬, ২০২৫

টেস্ট দুঃসময়ের অপশন হতে পারেন বিজয়

আপডেট:

ইমতিয়াজ চৌধুরী, স্পোর্টস ডেস্কঃ
সাদা পোশাকে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। টেস্ট ক্রিকেটে বরাবরই খর্ব শক্তির দল বাংলাদেশ সম্প্রতি টেস্ট হেরেছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ঘরের মাঠে নাকানিচুবানি খেয়েছে সবেই টেস্ট দুনিয়ায় পা রাখা আফগানিস্তানের কাছেও। লড়াই তো নেই-ই, উল্টো ইনিংস ব্যবধানের লজ্জা এড়াতে হিমশিম খাচ্ছেন মুমিনুলরা।

এমন ভরাডুবির কারণ খুঁজতে গেলে, ব্যাটসম্যানদের ব্যর্থতাই মূল দায়ী। অধিনায়কের দায়িত্ব পেয়ে খেই হারিয়ে ফেলা মুমিনুল রান পাচ্ছেন না দীর্ঘসময়। ছন্দহীন তামিম। টপ অর্ডার ধরে রাখতে পারছেন না লিটন, মিঠুন কিংবা রিয়াদদের কেউই। মিঃ ডিপেন্ডেবল তো আছেনই।

বিজ্ঞাপন

দলের এমনাবস্থায় টপ অর্ডার নিয়ে বিসিবি থেকে শুরু করে নির্বাচক-কোচ, সবার কপালেই চিন্তার ভাজ। হালের শান্ত-সাইফদেরও বাজিয়ে দেখছে ম্যানেজমেন্ট। রাওয়ালপিন্ডি টেস্টে অবশ্য ভালো কিছুর আভাস দিয়েছেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসাইন শান্ত।

দলের করুণ সময়ে টপ অর্ডারের সমস্যা সমাধানে চমৎকার অপশন হতে পারে চলমান বিসিএল এর এক নম্বর ব্যাটসম্যান এনামুল হক বিজয়। ব্যাট হাতে নিজের যোগ্যতার প্রমাণও দিচ্ছেন তিনি। বিসিএলে এখন পর্যন্ত ৪১৫ রান করেছেন জাতীয় দলের ডানহাতি এই ওপেনার। গড়টাও শ’য়ের উপরে, ১০৩.৭৫। দলকে পৌঁছে দিয়েছেন ফাইনালে।

বিজ্ঞাপন

বিসিএলে তিন রাউন্ড শেষে ছয় ইনিংস ব্যাট করা বিজয় শতক হাঁকিয়েছেন দুইটি। লীগের দ্বিতীয় রাউন্ডে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে টানা দুই ইনিংসে ১২৯ ও ১০৯ রানের জোড়া শতক করেন তিনি। এছাড়াও বাকি চার ইনিংসের দুটিতে রয়েছে অর্ধশতক। ছয় ইনিংসের রান যথাক্রমে ১০, ৬৪*, ১২৯, ১০৯*, ২০ এবং ৮৩।

লংগার ভার্সনের পরিপক্ব বিজয়কে সাদা বাজিয়ে দেখা নির্বাচকদের সামনে সময়ের দাবি। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান টাইগারদের জার্সিতে টেস্ট খেলেছেন মাত্র দুইটি। সর্বশেষ মাঠে নেমেছিলেন শ্রীলংকার বিপক্ষে। এরপর দীর্ঘসময় সাদা পোশাকে মাঠে নামা হয়নি তার। দলের দুঃসময়ে নিজেকে ফেরানোর তাগিদ দিচ্ছেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্রুততম হাজার রানের মালিক।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত