শনিবার, আগস্ট ১৬, ২০২৫

টেকনাফে শপিং ব্যাগে ১৯ হাজার ইয়াবা, র‌্যাবের হাতে যুবক আটক

আপডেট:

নিজস্ব সংবাদদাতাঃ
কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে ১৯ হাজার ২৬০ পিস ইয়াবাসহ মো. হোসেন (২৯) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫। যার মূল্য আনুমানিক ৯৬ লক্ষ ৩০ হাজার টাকা প্রায়।

আটককৃত মো. হোসেন (২৯) টেকনাফের হ্নীলা ৪ নং ওয়ার্ডের পূর্ব পানখালি এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা দরগাহ পাড়ার নাফ ফিলিং ষ্টশনের সামনে টেকনাফ-কক্সবাজার পাকা রাস্তার উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল উপরােক্ত স্থানে পৌছালে তাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা থাকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১৯ হাজার ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে আইনানুগ ব্যবস্থ গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত