রবিবার, আগস্ট ১৭, ২০২৫

টেকনাফে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট:

টেকনাফ প্রতিনিধিঃ
আগামী ১১ জানুয়ারী ২০২০ অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) রতন কুমার দাশ, এসিএফের টেকনাফ উপজেলা ম্যানেজার ডা. মাহবুব আলম, এম টি ইপিআই মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মাহমুদুল করিম, কামাল উদ্দিন, বারেক আহমেদ, সুরেশ চন্দ্র শর্মা, প্রণব কুমার ধর, হারা দন্ধে, সহ উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী আব্দু শুক্কুর, রেজাউল করিম, নুরজাহান , বিলকিস বেগম সহ আরো অনেকে।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, আগামী ১১ জানুয়ারী ২০২০ অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভার আযোজন করা হয়েছে। আর পাশাপাশি আগামীতে কলেরা ক্যাম্পেইন সহ এমআর ক্যাম্পেইন হওয়ার কথা। তিনি আরও বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ‘ভিটামিন ‘এ’ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে। পাশাপাশি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায়। বাংলাদেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু (নীল ভিটামিন) ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে (লাল ভিটামিন) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মারাত্মক অসুস্থ কিংবা ৪ মাসের মধ্যে ভিটামিন এ খাওয়া শিশু ছাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী যে কোনো শিশু ভিটামিন এ ক্যাপসুল খেতে পারবে বলেও জানান তিনি। এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত