শনিবার, আগস্ট ১৬, ২০২৫

টেকনাফে ‘ক্ষুদে ডাক্তার’ কার্যক্রম শুরু।

আপডেট:

টেকনাফ প্রতিনিধিঃ
প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘ক্ষুদে ডাক্তার কার্যক্রম’।

গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম সারা দেশের চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে চান্দলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে “ক্ষুদে ডাঃ কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের বর্ণিল শুভ উদ্বোধনী আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊপজেলা শিক্ষা কর্মকর্তা ও টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমও ডি সি সহ স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্তরা। উপস্থিত ছিলেন টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের ইন্সপেক্টর ইনচার্জ জনাব রতন কুমার দাশ। উক্ত অনুষ্টানে উপস্থিত থেকে কর্মসূচীর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এসময় টেকনাফ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ক্ষুদে ডাক্তারদের মাঝে সুদৃশ্য টি শার্ট ও স্কুল কর্তৃপক্ষকে একটি ওজন মেশিন প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত