খেলাধুলা ডেস্কঃ
বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এর উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখী হয় সিলেট থান্ডার ও চট্টগ্রাম চ্যালেঞ্জারস। উদ্বোধনী ম্যাচে জয় নিয়ে নিজেদের শুরুটা দারুণ করেছে বন্দরনগরীর দল চট্টগ্রাম। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটে জয় পায় তারা।
ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন চ্যালেঞ্জারস ক্যাপ্টেন রায়াদ এমরিত। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬২ রান সংগ্রহ করে সিলেট। দলের হয়ে একাই লড়াই করা মুহাম্মদ মিথুন এর ব্যাট থেকে আসে অপরাজিত ৮৪ রান। এছাড়াও ক্যারিবিয়ান ওপেনার জনসন চার্লস ৩৫ ও দলীয় অধিনায়ক মোসাদ্দেক করেন ২৯ রান।
চট্টগ্রামের হয়ে ২৭ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন পেসার রুবেল হোসেন। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন নাসুম আহমেদ ও রায়াদ এমরিত।
জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে। ৩৮ বলে ৬১ রানের মারকাটারি ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। ১ রানের জন্য অর্ধশতক মিস করেন ওয়ালটন। ৩৩ রান আসে দলীয় ওপেনার অভিসকা ফার্নান্দোর ব্যাট থেকে।
চ্যালেঞ্জারসদের জয়ের দিনে থান্ডার বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম। একটি করে উইকেট পেয়েছেন ক্রিশমার সানতকি, এবাদত হোসাইন ও মোসাদ্দেক হোসাইন। দলের জয়ে অবদানের রেখে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ইমরুল কায়েস।