ছয়দিন যুদ্ধ করেও মৃত্যুর কাছে হার মানলেন রাশেদুল ইসলাম
শাহাদাত হোসাইন জুনাঈদী,বোয়ালখালীঃ
বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত মুহাম্মদ রাশেদুল ইসলাম (৩০) ছয়দিন যুদ্ধ করেও মৃত্যুর কাছে হার মেনে চলে গেলেন না ফেরার দেশে। তিনি মঙ্গলবার বেলা ১ টা ৩০ মিনিটে চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)
নিহত রাশেদুল ইসলাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের শাহা মুহাম্মদ চৌধুরী পাড়ার মুহাম্মদ আবু কালামের বড় ছেলে । তার স্ত্রী ও ১১ মাস বয়সী একটি মেয়ে রয়েছে ।
২০শে আগস্ট এশারের নামাজে পর স্থানীয় পূর্ব গোমদন্ডী আহমদিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা’র প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেন মাওনালা মুহাম্মদ এমদাদুল হক কাদেরী।
নিহত রাশেদুল ইসলামের ভাই শহিদুল ইসলাম জানান, গত ১৪ আগস্ট সকাল ৮ টার সময় কর্মস্থল থেকে ফেরার পথে গোমদন্ডীর ফুলতলে মাছ বাজারের সামনে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রথমে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালের আইসিইউ’তে হস্তান্তর করা হয়।
শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।