মাঈন উদ্দীন, চন্দনাইশ:
চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া আল-আমিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে পৌরসভার ৮ নং ওর্য়াড বুলার তালুক এলাকায় হত-দরিদ্র অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
গতকাল ২৫ ডিসেম্বর বিকালে আ’লীগ নেতা বখতিয়ার উদ্দিন টিটুর সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মদিনা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক লায়ন রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, মো.ওসমান গণি, মো. আলী, আবু আলম, আবদুল জলিল। যুবলীগ নেতা জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাজ্জাদ হোসেন, শাহিদুল ইসলাম, সাংবাদিক নুরুল আলম, আবু জাফর, যুবদল নেতা সিরাজুল ইসলাম, মো.আবু , মো. রিফাত, মো. রুবেল প্রমুখ।
এ সময় তিনি এলাকার ৫শতাধিক পরিবারের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন। তিনি পর্যায়ক্রমে প্রতি বছরের ন্যায় চন্দনাইশের বিভিন্ন ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ করার ঘোষণা দেন। (ছবি আছে)