বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

চট্টগ্রামের খেলা কবে কবে এবং কার বিপক্ষে?

আপডেট:

তাহমিদ লিয়াম,
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শিডিউল প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৪ নভেম্বর শুরু হচ্ছে বিপিএলের আদলে হওয়া এই আসরটি।

২৬ নভেম্বর ফ্লাডলাইটের আলোতে রাজধানীর দল এবং স্বাগতিক বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে গাজী গ্রুপ চট্টগ্রাম। একদিন পর জেমকন খুলনার বিপক্ষে মাঠে নামবে সৌম্য-লিটনরা।

বিজ্ঞাপন

৩০ নভেম্বর বন্দরনগরীর দলটির প্রতিপক্ষ তামিম-ইরফান-মিরাজদের নিয়ে গড়া আসরের অন্যতম শক্তিশালী দল ফরচুন বরিশাল। এরপর ২ ডিসেম্বর প্রথম পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ মিনিস্টার রাজশাহী।

ফিরতি লেগে ৬ ডিসেম্বর আবারও ঢাকার মুখোমুখি হবে চট্টগ্রাম। ৮ তারিখ প্রতিপক্ষ খুলনা। ১০ ও ১২ ডিসেম্বর লিগ স্টেজের শেষ দুটি ম্যাচে প্রতিপক্ষ যথাক্রমে বরিশাল এবং রাজশাহী।

বিজ্ঞাপন

এরপর ১৪ ডিসেম্বর থেকে শুরু ফাইনালে যাওয়ার লড়াই। ৫ দলের মধ্যে শীর্ষ ৪টি দল খেলবে নক আউট রাউন্ড। বুদ্ধিজীবি দিবসের দিন এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের ৩য় ও ৪র্থ দল। হেরে যাওয়া দল বিদায় নিবে আসর থেকে। একই দিন ফ্লাড লাইটের আলোর নিচে প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষ ২ দল মুখোমুখি হবে৷ জিতে যাওয়া দল খেলবে সরাসরি ফাইনালে আর হেরে যাওয়া দল এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে খেলবে ‘কোয়ালিফায়ার টু’ ম্যাচে। অর্থাৎ, শীর্ষ দুই দল ফাইনালে যাওয়ার দুটি সুযোগ পাবে।

১৮ নভেম্বর শুক্রবার আসরের ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোর নিচে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত