মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকা থেকে বিএসটিআইয়ের অনুমতি ছাড়া তামার তার তৈরি করে বাজারজাত করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম ওমর ফারুক।
গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন, বিএসটিআইয়ের অনুমতি ছাড়া তাদের লোগো ব্যবহার করে এনইসি সুপার অ্যান্ড কেব্ল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠানের নামে তামার তার বাজারজাত করে আসছিলেন তিনি। পরে র্যাব অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। অভিযানে ৭৬৮ কেজি তামার তার উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।