আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরীতে বিপ্লব দাশ (২৫) নামে অপর এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিপ্লব দাশের বাড়ি চন্দনাইশে। এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) রাতে চমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তাকে ভর্তি করা হলেও শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় আইসিইউ-তে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসকরা।
তবে চমেক হাসপাতালের আইসিইউ-তে শয্যা না পাওয়ায় ওই রোগীকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় বলে জানান ডেঙ্গু ওয়ার্ডের সহকারী রেজিস্টার ডা. ইমন দাশ।
এরপর মঙ্গলবার ভোরে আবারো জরুরি বিভাগে আনা হলেও এর আগেই ওই রোগীর মৃত্যু হয় বলে শুনেছেন বলে জানান ডা. ইমন।
তবে ডেঙ্গু ওয়ার্ডে ওই রোগীর মৃত্যু হয়নি জানিয়ে ডা. ইমন বলেন, আমাদের ওয়ার্ডে বা হাসপাতালে ওই রোগীর মৃত্যু হয়নি।