চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রাম-১৪ আসনে সংগঠন গোছানোর কাজ শেষে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসনে জামায়াতের ভোট ব্যাংক দিন দিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি সাংগঠনিকভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করা এবং মাঠ পযার্য়ে সদস্য বৃদ্ধি করা সহ নানামুখী প্রচারণা চালিয়ে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করার কাজ করছে। চট্টগ্রাম ১৪ আসনের প্রার্থী
ডাক্তার শাহাদাৎ হোসেন নিজ এলাকার মানুষের কাছে গরীবের ডাক্তার হিসেবে পরিচিত। বিভিন্ন সামাজিক কাজে দীর্ঘদিন ধরে সামাজিক সংগঠনের মাধ্যমে সহযোগিতা করা, গরীব অসহায় মানুষের চিকিৎসা, মেয়ের বিবাহ দেয়া, আর্থিক সহায়তার পাশাপাশি ফ্রী চোখের চিকিৎসা, লেন্স লাগনো, ফ্রি চোখের অপারেশনসহ মানবিক কাজে সুপরিচিত গরীবের ডাক্তার হিসেবে খ্যাত ডাক্তার শাহাদাৎ হোসেন।
চন্দনাইশ উপজেলার ৮ টি ইউনিয়ন ২ টি পৌরসভা সহ সংসদীয় আসনের প্রায় সব কটিতেই ইউনিয়নে সাংগঠনিক তৎপরতা জোরদার করছে দলটি। ইতোমধ্যে ৬-৭ টি ইউনিয়নে তৈরি করেছে শক্তিশালী অবস্থানও।
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে আটঘাট বেঁধে মাঠে নেমেছে দলটি। পরিচ্ছন্ন, ক্লিন ইমেজের ব্যক্তি ডাক্তার শাহাদাত হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।ডাক্তার শাহাদাৎ হোসেন সমাজে ক্লিন ও পরিচ্ছন্ন হিসেবে পরিচিত। ফলে বিগত নির্বাচনের চেয়ে অধিক ভোট চট্টগ্রাম ১৪ আসনে পাবে বলে ধারণা সংশ্লিষ্টদের। চন্দনাইশ জামায়াতে ইসলামী আমীর মাওলানা কুতুবউদ্দিন বলেন, নির্বাচনের আগে বিভিন্ন সংস্থা এবং গণমাধ্যমের জরিপ, নীতিমান, সৎ ও দক্ষ মাঠের নেতা, বিভিন্ন সামাজিক কার্যক্রমে মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক, রাজনৈতিক, মানবিক, সাংগঠনিক ও সমাজ গঠনের কাজে যাঁরা এগিয়ে ছিলেন তাঁদেরই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র । ইতিমধ্যেই দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে সাংগঠনিকভাবে ওয়ার্ড পযার্য়ের নেতাকর্মীরা নতুন সদস্য সংগ্রহ করা এবং দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে একত্রিত হয়ে কাজ করার বিষয়টি স্পষ্ট হয়েছে। যেহেতু ডাক্তার শাহাদাৎ হোসেন দীর্ঘদিন ধরে চন্দনাইশে মানুষের কছে গরীবের ডাক্তার হিসেবে পরিচিত, সামাজিক কর্মকান্ডে বিশেষ ভূমিকা রেখেছেন ডাক্তার শাহাদাৎ হোসেন।