চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পুরো বাংলাদেশে আজ ছিল সাজ সাজ রব। বাংলাদেশের সকল সরকারি, বেসরকারি, ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছে, আয়োজন করেছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম জেলা প্রশাসন, নিজস্ব উদ্যোগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্জন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কোন অনুষ্ঠান উদযাপন করা থেকে বিরত থাকে।
চট্টগ্রামের শিক্ষা প্রশাসনের প্রধান কেন্দ্র চট্টগ্রাম শিক্ষা বোর্ড। সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এ ধরনের নীরবতা সচেতন মহলে প্রশ্নের উদ্রেক সৃষ্টি করেছে। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সম্প্রচারের জন্য অফিস আদেশ জারি করলে ও শিক্ষা বোর্ড এ ব্যাপারে কোন নির্দেশনা দেয়নি।
এমন কি সকালে বোর্ড চত্বর ঘুরে দেখা যায় কোন ব্যানার নেই ফেস্টুন নেই সুনশান নীরবতা। সরকারের অর্জনে সরকারের সকল প্রতিষ্ঠান যখন উচ্ছ্বাস প্রকাশ করছে, তখন শিক্ষা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নীরবতা উদ্দেশ্য প্রণোদিত কিনা তদন্তের দাবি সচেতন মহলের। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
এ ব্যাপারে কথা বলতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতারর ফোন নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।