শনিবার, আগস্ট ১৬, ২০২৫

চট্টগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ পেল ৫’শ বেদে ও দিনমজুর

আপডেট:

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে নগরীর অস্বচ্ছল বেদে ও দিনমজুরদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ৫’শ প্যাকেট উপহার সামগ্রী (ত্রাণ) বিতরণ করা হয়েছে। আজ ২৭ এপ্রিল ২০২১ ইংরেজি মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে ৫’শ অসহায় ও কর্মহীনের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার। প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল-৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ২ কেজি আলু, ১ কেজি চিনি ও ১টিঁ সাবান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ কর্মকর্তা সজীব চক্রবর্তী, পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল করিম ও তৃণমূল নাট্যদলের মহানগরীর সাধারণ সম্পাদক মোঃ রবিউল হক চৌধুরী প্রমূখ। চট্টগ্রাম মহানগর তৃণমূল নাট্যদল ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

ত্রাণ বিতরণকালে চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালে অস্বচ্ছল বেদে ও কর্মহীন দিনমজুরসহ কেউ সরকারী ত্রান পাওয়া থেকে বঞ্চিত হবেনা। কর্মহারা বা কষ্টে আছে এমন প্রত্যেককে ত্রানের আওতায় আনতে আমাদের সকলের প্রিয় জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। আমরা চাই এই পরিস্থিতিতে কেউ অনাহারে ও কষ্টে থাকবেনা। নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে যারা প্রকাশ্যে সাহায্য নিতে লজ্জ্বাবোধ করে সাহায্য চেয়ে আমাদের কাছে টেলিফোন ও এসএমএস করছেন তাদের বাসা-বাড়িতে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত