মোহাম্মদ রাকিবুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রামে করোনার সংক্রমণ ধীরে ধীরে কমে আসছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭।
একই সময় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৪২ জনে।
মোট মারা গেছে। ১ হাজার ৩৬০ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ হাজার ১২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১১১ জন।
উপজেলার ১০৬ জন।