নিজস্ব প্রতিনিধি,
আনোয়ারা উপজেলার গুন্দ্বীপ হাফেজিয়া দারুল কুরআন মাদ্রাসায় ১১দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
(০৮) ডিসেম্বর বুধবার দুপুরে আনোয়ারা উপজেলার বারশত গুন্দ্বীপ হাফেজিয়া দারুল কুরআন মাদরাসার হলরুমে ১১দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।
১১ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উস্তাদুল হুফফাজ হাফেজ ক্বারী মাওলানা নুরুল ইসলাম এর নেতৃত্বে মাদ্রাসার সকল শিক্ষক থেকে শুরু করে হিফজ,নাজেরা এবং নূরানী ছাত্র-ছাত্রীগণ অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সবশেষে এলাকার গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে মাওলানা মফিজুর রহমান এর মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।