শনিবার, আগস্ট ১৬, ২০২৫

গত ২৪ ঘণ্টায় রেকর্ড, ২ লাখ ২২ হাজার শনাক্ত

আপডেট:

আন্তর্জাতিক ডেস্ক,
বিশ্বে বেড়েই চলেছে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমণ ও মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় আবারো রেকর্ড সংখ্যক ২ লাখ ২২ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। প্রাণ গেছে ৫ হাজারের বেশি মানুষের।

একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে একদিনে ১২শ মানুষের মৃত্যু হয়েছে। সেখানে নতুন করে ৪২ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্তের মাধ্যমে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১৭ লাখ।

বিজ্ঞাপন

টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬১ হাজার। সেখানে মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ৩৬ হাজার। ভারতে আবারো একদিনে ২৫ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস। সাড়ে ৪শ’র বেশি মানুষের মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ২১ হাজার।

এছাড়াও মেক্সিকোতে ৭৮২, কলম্বিয়ায় ১৮৭, পেরুতে ১৮১, রাশিয়ায় ১৭৬ ও চিলিতে ১০৯ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সপ্তাহ থেকে নতুন নিরাপত্তা নির্দেশনা আরোপ করতে যাচ্ছে গ্রিস। কড়াকড়ি আরোপ হয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যেও।

বিজ্ঞাপন

দেশে ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ২৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় আরো তিন হাজার ৩৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত