খোশ আমদেদ মাহে রমজান
শুরু হলো মুসলমানদের আত্মশুদ্ধি আর সংযমের মাস পবিত্র রমজান। সোমবার রাতে তারাবির নামাজ পড়ার পর ভোরে সেহরি খেয়ে মঙ্গলবার প্রথম রোজা রাখবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা।
সোমবার সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় আরবী ১৪৪০ হিজরী সনের শাবান মাস। এশার নামাজের পর তারাবি নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হবে রোজার আনুষ্ঠানিকতা। আর শেষ রাতে সেহরি খেয়ে মুসলমানরা শুরু করবেন সিয়াম সাধনা।
চট্টগ্রাম ও এর আশেপাশের এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর রাত ৩টা ৫৩ মিনিট এবং আগামীকালের ইফতার হবে সন্ধ্যা ৬ টা ২৪ মিনিটে।
পবিত্র রমজান মাসেই নাজিল হয়েছিল পবিত্র কুরআন শরীফ। হাদিসে আছে এ মাসে যেকোন ইবাদতে ৭০ গুণ বেশী সওয়াব পাওয়া যায়। আর তাই মুসলমানরা এই এক মাস সিয়াম সাধনার পাশাপাশি বিশেষ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য ও করুণা অর্জনে সচেষ্ট থাকেন।
রমজানের প্রথম ১০ দিন রহমতের, মাঝের ১০ দিন মাগফেরাতের আর শেষের ১০ দিন নাজাতের।