কুমিল্লা প্রতিনিধি,
কুমিল্লায় র্যাব- ১১ সিপিসি-২ এর একটি অভিযানিক দল শুক্রবার দুপুরে ৫৩ কেজি গাঁজা ও নয় হাজার ৭শ ত্রিশ পিস ইয়াবাসহ হাতে নাতে স্বামী-স্ত্রীসহ আরো তিন জন কে গ্রেফতার করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জেলার কোতয়ালী থানার আমতলী বিশ্বরোড ও সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজা ও নয় হাজার ৭শ ত্রিশ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি স্বামী- স্ত্রীসহ আরো তিন জন কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – চাঁদপুর জেলার সদর উপজেলার নানীপুর গ্রামের মৃত. আক্তার হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ হোসেন(২৮) ও স্ত্রী জেসমিন(২৬),কুমিল্লা বুড়িচং উপজেলার চরানল গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ফায়িম(২২), বরিশাল জেলার মুলাদি থানার বাহাদুরপুর গ্রামের মোঃ সুলতানের ছেলে রবিন( ৩৫) এবং শরিয়তপুর জেলার নুরিয়া থানার মৌসুরা গ্রামের কামাল শেখ’র ছেলে মেরাজ (২০)।
জেলার র্যাব ১১ সিপিসি-২ এর
সাব ইন্সপেক্টর মহিউদ্দীন বলেন- গ্রেফতারকৃত ওই আসামীরা
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তারা দীর্ঘ দিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
পরে গ্রেফতারকৃত ওই আসামীর বিরুদ্ধে জেলার কোতোয়ালী থানায় ও সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।