কুমিল্লা প্রতিনিধি,
কুমিল্লায় জনতার ধাওয়ায় এক সন্ত্রাসী পিস্তল ফেলে পালিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে পিস্তলটি উদ্ধার করে। মঙ্গলবার সন্ধ্যায় (২৫ মে) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের যুবলীগ নেতা মনির ফরাজির ওপর একই ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের আবুল হাশেমের ছেলে সন্ত্রাসী সায়েম পিস্তল ঠেকিয়ে হামলা চালায়।
এসময় সন্ত্রাসী সায়েমকে স্থানীয় জনতা ধাওয়া করলে, সে পিস্তল ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার এস আই খাদেমুল বাহার ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ পিস্তলটি উদ্ধার করে।