শনিবার, আগস্ট ১৬, ২০২৫

কর্ণফুলীতে পদ্মা সেতু প্রকল্পের মালামালসহ গ্রেপ্তার ১৩ জন!

আপডেট:

রাকিবুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম,
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মালামাল বহনকারী ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজের মালামাল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে চট্টগ্রামের শাহমীরপুর এলাকাসংলগ্ন কর্ণফুলী নদী থেকে তাঁদের গ্রেপ্তার করে চট্টগ্রামের নৌ পুলিশ।

গ্রেপ্তার ১৩ জন হলেন শেখ মোহাম্মদ, মো. আক্কাস, নুরুল আফসার, মোহাম্মদ আলী, মো. রফিক, মাহবুব আলী, মো. আলমগীর, আইয়ুব আলী, জেবুল হোসেন, খায়ের আহম্মেদ, আবদুল হামিদ, সোহরাব হোসেন ও মো. আরাফাত।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে গ্যালভানাইজিং লোহার অ্যাঙ্গেল উদ্ধার করা হয়। এগুলো পদ্মা সেতুতে ব্যবহারের জন্য বিদেশ থেকে আনা হয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে।

কীর্তিমান চাকমা আরও বলেন, গ্রেপ্তার আসামিদের মধ্যে কয়েকজন ডুবুরিও রয়েছেন। তাঁরা পানির নিচ থেকে মালামাল তুলে নৌকায় চট্টগ্রামে নিয়ে আসেন বিক্রির জন্য।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দর থেকে পদ্মা সেতু প্রকল্পে নেওয়ার সময় লোহার অ্যাঙ্গেলবোঝাই ‘হ্যাং গ্যাং-১’ নামে একটি পণ্যবাহী জাহাজ গত ১৩ জুলাই বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে কুটির চর এলাকায় ডুবে যায়।

প্রায় ৪৫ শতাংশ মালামাল সরিয়ে নেওয়ার পর কিছুদিন ধরে তাদের মালামাল নেওয়ার কাজ বন্ধ ছিল। কিন্তু সেখানে তারা পাহারার ব্যবস্থা না রাখায় চট্টগ্রাম ও মোংলার কিছু লোক একত্র হয়ে সেখান থেকে মালামাল চুরি শুরু করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত