বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

করোনা মুক্তির প্রার্থনায় চট্টগ্রামের পটিয়ায় হিন্দু সম্প্রদায়ের প্রদীপ জ্বালিয়ে নিরবতা পালন

আপডেট:

সুবর্ণ দীপ্ত দাশ, পটিয়াঃ
বিশ্বে মূর্তিমান আতংক কোভিড-১৯ মহামারী বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এই মহামারী থেকে মুক্তি পেতে সারাবিশ্বের হিন্দু সম্প্রদায় একযোগে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন ও নিরবতা পালনের মাধ্যেমে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়।

এর ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হিন্দু সম্প্রদায় একযোগে বাংলাদেশ সময় ৯:২৯ মিনিটে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পাঁচ মিনিট নিজ নিজ গৃহে নিরবতা পালন করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে ।

বিজ্ঞাপন

এই কোভিড মহামারীর থেকে সমগ্র বিশ্ব রক্ষার জন্যে। বিভিন্ন সূত্র হতে জানা যায় ভারতের জ্যোতিষবিশারদ জয় মাদান ব্যাখ্যা করেন । আজ ৫ ই এপ্রিল ভারতীয় সময় রাতের ৯ সংখ্যা মঙ্গলের সংখ্যা।

৯ টার সময় ৯ মিনিট এর অর্থ মঙ্গলের দ্বিগুন এফেক্ট। আর মঙ্গলের প্রভাব বৃদ্ধি পাওয়া মানে মানসিক শক্তি বৃদ্ধি পাওয়া। কোনও কাজে লড়াই করার চেষ্টা বৃদ্ধি পাওয়া, সেই সঙ্গে শারীরিক প্রতিরোধ ক্রিয়া বৃদ্ধি পায়। সর্বোপরি আপনার সার্বিক শক্তির বিকাশ ঘটায় মঙ্গল গ্রহ। আর ৫ তারিখে চন্দ্রের অবস্থান থাকবে সিংহ রাশিতে। সিংহ হল সূর্ষের রাশি। আর এই কারণেই যখন আপনি ৫ তারিখে রাত ৯ টা ৯’য়ে এবং অন্যান্য দেশে তাদের নিজস্ব সময় অনুযায়ী মঙ্গল প্রদীপ জ্বালবেন, তখন তা আপনার মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। সেই সঙ্গে দেশের ঐক্যতা ও শক্তিও বৃদ্ধি করবে। তিনি আরো পরামর্শ দিয়েছিলেন যে ওই সময় বৈদ্যুতিক বাতি না জ্বালানোর।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত