মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
বৃহত্তর ভূজপুরের সামাজিক সেবামূলক সংগঠন ভূজপুর ফাউন্ডেশন কর্তৃক করোনা রোগীদের সেবা দান ও মৃত ব্যক্তিদের কাফন দাফনের জন্য একটি টিম গঠন করা হয়েছে। গঠিত এ টিমকে ফটিকছড়ি মানব কল্যান পরিষদের পক্ষ থেকে দশ সেট সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। সুরক্ষা সামগ্রী’র মধ্যে উল্লেখযোগ্য, পিপিই, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ও অন্যান্য সামগ্রী।
রবিবার (৫জুলাই) সকালে ফটিকছড়ি মানব কল্যাণ পরিষদের সেক্রেটারি মাওলানা নুরুল আলম সুরক্ষা সামগ্রী সমূহ ভূজপুর ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাকিম ইমরান বিন জালালের হাতে তুলে দেন।
এতে, আরো উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদ ভূজপুর শাখা সভাপতি মাওলানা শফিউল আলম নূরী, ভূজপুর শাখার সদস্য মাস্টার আব্দুর রহিম, ডাক্তার জহুর আলম, বিশিষ্ট মিডিয়াকর্মী এরশাদ উল্লাহ, বিবিরহাট বাজারের ব্যবসায়ী হাবিবুল্লাহ, ভূজপুর ফাউন্ডেশন এর সহ-সভাপতি মুফতি এমদাদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সংগঠনের সদস্য ইরফান ইমরান প্রমুখ।
পরিশেষে, বৃহত্তর ভূজপুরের সকল জনগণকে ভূজপুর ফাউন্ডেশন এর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আলম সাহেব।