কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গুরাইয়ারদ্বীপ সড়কের চৌরাস্তার মাথায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এনজিও কর্মি নিহতের ঘটনার সাথে জড়িত আলাউদ্দিন অবশেষে পুলিশের হাতে গ্রপ্তার হয়েছে।
উক্ত ঘটনার পর থেকে আত্ম গোপনে চলে যান ঘাতক আলাউদ্দিন। আজ শুক্রবার গোপন সংবাদে পুলিশ খবর পান সে জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় তার নিজ খালার বাড়িতে আত্মগোপন রয়েছে।খবর পেয়ে উখিয়া থানার ওসি আবুল মনসুর তৎক্ষণাৎ পুলিশের ফোর্স পাঠিয়ে জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়িতে অভিযান চালিয়ে ঘাতক আলাউদ্দিনকে আটক করেন। এ সময় তার ব্যবহ্নত মোটরসাইকেলটিও জব্দ করে নিয়ে যান থানা পুলিশ।
উল্লেখ্য যে গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে মরিচ্যা গুরাইয়ারদ্বীপ সড়কের চৌরাস্তার মাথায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাজহারুল ইসলাম নামে এক এনজিও কর্মি ছুরিকাঘাতে নিহত হয়। উক্ত ব্যক্তিকে প্রথমে স্থানিয়রা রক্তাত্ত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতাল নেওয়ার আগ মুহুর্তে তার মৃত্যু হয়। এসময় তার কাছ থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর কিছু কাগজ-পত্র পাওয়া যায়। ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটেছিল। সুত্রে জানা যায়, রাস্তার পাশে রক্তাত্ত অবস্থায় একজন লোক পড়ে থাকতে দেখে কয়েকজন দ্রুত তার কাছে গিয়ে দেখতে পান তখনও তার হুশজ্ঞান এবং দেহ নড়াছড়া করছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায় জ্ঞান থাকা অবস্থায় উক্ত আহত ব্যক্তি নাকি বলেছিল উখিয়া উপজেলার ইনানী এলাকার আলা উদ্দিন নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে। ওই আততায়ী আলাউদ্দিনের ব্যাপারে বিস্তারিত কিছু সে বলতে পারেনি। তখন সে মাটিতে ঢলে পড়ে যায়। আর কথা বলতে পারেনি।
এ ব্যাপারে স্থানিয় ইউপি সদস্য মনজুর আলম জানান মানুষের মাধ্যমে আহত অবস্থায় এক যুবক পড়ে থাকার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারনে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তার নিকট পাওয়া আইডি কার্ড দেখে পরিচয় জানা যায়। তার নাম মাজহারুল ইসলাম, বাড়ী পীরগঞ্জ কলোনীর হাট, এনজিও সংস্থা ব্র্যাক এর কিছু কাগজপত্র পাওয়া গেছে বলে সে জানায়। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর নিহতের লাশ উদ্ধার পুর্বক ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাটানো হয়েছে বলে জানিয়েছেন।