এম এ সাত্তার, কক্সবাজার:
সাংবাদিক আব্দুল হাকিমের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেছে মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার (বিএমএসএফ) সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিক সংগঠন।
রবিবার (২৪ জানুয়ারি) বিকাল ২.৪৫ মিনিটের সময় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক পৌর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় কক্সবাজার বিএমএসএফ’র সকল সদস্য ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কক্সবাজার জেলা শাখার আহবায়ক কারা নির্যাতিত সাংবাদিক মোঃ শহীদুল্লাহর মেম্বারের সভাপতিত্বে, সাংবাদিক মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাবিএমএসএফ কক্সবাজার জেলার উপদেষ্টা মোঃ মূসা কোম্পানি, বিএমএসএফ কক্সবাজারের সদস্য, আবুল হোসেন, আমিনুল ইসলাম, শফিউল হক রানা, রাশেদুল আলম রাশেদ, মোঃ ইয়াছিন আরফাত, মোঃ রাশেদ প্রমূখ।
বক্তব্য প্রদান করেন, রুহুল আমিন সিকদার সম্পাদক দৈনিক কক্সবাজার ৭১, ফরিদুল মোস্তফা খান, সম্পাদক দৈনিক কক্সবাজার বাণীও সহ সভাপতি এমএসএফ কেন্দ্রীয় কমিটি, এম এ সাত্তার বিশেষ প্রতিবেদক দৈনিক আজকের কক্সবাজার বার্তা ও জেলা প্রতিনিধি চট্টগ্রাম ট্রিবিউন।
দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজারের সাধারণ সম্পাদক কক্স টিভির সম্পাদক ওসমান গণি, সাংবাদিক সাইমুন আমিন, দৈনিক বসুন্ধরার ক্রাইম রিপোর্টার দিদারুল ইসলাম কাজল, দৈনিক ইনানীর সাংবাদিক ইসমাইল শাহ, সাংবাদিক মাহবুবুল আলম মিনার, দৈনিক আলোকিত উখিয়ার সাংবাদিক মোঃ জাহেদ, দৈনিক মেহেদীর মুসলিম উদ্দিন।
বক্তারা বলেন, সাংবাদিক এম আবদুল হাকিমের উপর হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী, হত্যাসহ বিভিন্ন অপরাধের ডজন মামলার পলাতক আসামী আলী আহমদ গংদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন এবং ওসি প্রদীপ ও তার লালিত মাদক ব্যবসায়ী কর্তৃক নির্যাতিত কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তফা খাঁন ও সাংবাদিক মোঃ শহীদুল্লাহসহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ গাজীপুরের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির এক নেতার ওপর সন্ত্রাসী হামলা, ময়মনসিংহে সাংবাদিক খায়রুল আলমকে নির্যাতন করে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যহার পূর্বক ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন এবং দেশে কর্মরত সাংবাদিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।