সোমবার, আগস্ট ১৮, ২০২৫

কক্সবাজারে বাঁকখালী নদী থেকে নিখোঁজ যুবক হিরু’র মৃত দেহ উদ্ধার

আপডেট:

নিজস্ব প্রতিবেদক,
জন্মের পর থেকে বাড়ির পিছনের যে নদীতে (বাঁকখালী) সাঁতার কাটাসহ নানা খেলাধুলার ছলে প্রতিমাসে কয়েকবার এ নদীর একুল ওকুলে সাঁতার কেটে পারাপার হওয়া ২৮ বছরের টগবগে যুবক আবু বক্কর সিদ্দিক হিরু মাছ ধরতে গিয়ে মারা যাবে কেউ তা মানতে পারছে না। হিরো এসএম পাড়া এলাকার মৃত গোলাম কাদের এর পুত্র। গতকাল সন্ধ্যার দিকে তার বাড়ির লাগোয়া এ বাঁকখালী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন হিরু। আজ সোমবার ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে বাঁকখালী নদীর পিএমখালী ছনখোলা ঘাট পয়েন্ট থেকে স্থানীয়রা লাশটি উদ্ধার করেন। নিহতের জেঠাতো ভাই শামসুল আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে শামসুল আলম জানান, রোববার ২৭ অক্টোবর বিকেল ৩ টার দিকে বাঁকখালী নদীতে মাছ ধরতে যায় যুবক আবু বকর ছিদ্দিক হিরু। মাছ ধরে নদীর ওকুল থেকে সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ হয় বলে ধারণা করেন সে। এরপর স্থানীয় লোকজন বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। অবহিত করা হলেও ডুবুরী না থাকায় ফায়ার সার্ভিস কোনো ব্যবস্থা নিতে পারেনি।

বিজ্ঞাপন

স্থানীয়ভাবে জাল দিয়ে নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশী অব্যাহত রাখে এলাকাবাসী। অবশেষে 20/22 ঘণ্টার ব্যবধানে ছনখোলা খেয়াঘাটের পার্শ্ববর্তী বাঁকখালী নদীতে ভাসমান অবস্থায় ভাত নিখোঁজের মরদেহ পাওয়া যায়। তাকে আজ এশার নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত