মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

কক্সবাজারে আশ্রয়হীনদের প্রতিষ্ঠান ‘মমতাময়ী’ বৃদ্ধাশ্রমের যাত্রা শূরু

আপডেট:

এম এ সাত্তার, কক্সবাজারঃ
কক্সবাজারে প্রথম বারেরমত যাত্রা শুরু করল ‘মমতাময়ী’ বৃদ্ধা শ্রম নামে একটি প্রতিষ্ঠানের। যে প্রতিষ্ঠান ভবিষ্যতে পুরো কক্সবাজারে আলো ছড়িয়ে নব দিগন্তের শুভ সূচনা করবে। এই বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিষ্টানটি গড়ে তোলার পিছনে সার্বিক সহযোগিতা করেছে এক ঝাঁক স্বেচ্ছাসেবী স্থানীয় তরুন যুবক। যারা নিঃসন্তান, সন্তানহারা, ভবঘুরে বৃদ্ধ-বৃদ্ধা যাদের দেখভাল করার কেউ নেই এমন আশ্রয়হীন বায়োবৃদ্ধাদের জন্য গড়ে তোলা হয়েছে এই ‘মমতাময়ী বৃদ্ধাশ্রম’। সরেরজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় কক্সবাজার শহরের ব্যস্ততম এলাকা ঘোনারপাড়াতে স্থাপন করা হয়েছে এই বৃদ্ধাশ্রমটি। প্রাথমিকভাবে এই বৃদ্ধাশ্রমে ২০ জন বৃদ্ধাকে এই প্রতিষ্টানে থাকা খাওার ব্যবস্থা রাখা হয়েছে। গোনারপাড়া মমতাময়ী বৃদ্ধাশ্রমের সভাপতি ডাঃ পুলিশ চন্দ্র দে জানান, প্রাথমিক অবস্থায় সর্বোচ্চ ২০ জন বয়স্কদের নিয়ে এই বৃদ্ধাশ্রমের যাত্রা শুরু করা হয়েছে। এই বৃদ্ধা শ্রমের দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বললে তারা জানান ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে যাবতীয় ব্যবস্থা। যারা এখানে থাকবে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও ধর্ম পালনের ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত তাদের এখানে রাখা হবে এবং এখানে থাকাবস্থায় মৃত্যুবরণকারীদের স্বস্ব ধর্ম মতে প্রয়োজনীয় ক্রিয়াদি সম্পন্ন করা হবে। কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক বিবেক পাল জানান, ‘মমতাময়ী বৃদ্ধাশ্রম’ পরিচালনার জন্য গত ১ মে কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক বৃদ্ধাশ্রমটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি। এটি চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের একমাত্র বৃদ্ধাশ্রম হবে। আমাদের সিদ্ধান্ত মোতাবেক এই বৃদ্ধাশ্রমে যাদের কোন সন্তান নেই, যারা একেবারেই নিঃসন্তান, যাদের কোন আশ্রয় নেই, যারা ভবঘুরে অর্থাৎ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এমন বয়স্কদের আমরা মমতাময়ী বৃদ্ধাশ্রমে রাখবো।

এ ব্যাপারে কক্সবাজারের তরুন সাংবাদিক ও সংগঠক শিপন পাল বলেন, এই মমতাময়ী বৃদ্ধাশ্রমটি কক্সবাজারের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। কারণ এখানকার যারা নি:সন্তান বা সন্তানেরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তারা আশ্রয় নিয়ে নিজেদের জীবন পরিচালনা করতে পারবে। আলাপকালে পরিচালনা পরিষদের নির্বাহী পরিচালক পরিমল কান্তি দে জানান, সমাজের অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধাদের সুষ্ঠু জীবন-যাপন এবং বয়সের শেষ সময়ে এসে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসেবা পূরণের নিমিত্তে এই মমতাময়ী বৃদ্ধাশ্রম করা হয়েছে। এতে শুধুমাত্র যারা একেবারেই নিঃসন্তান, যারা সন্তান-সন্ততি হারিয়েছে, যারা জীবিকার তাগিদে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তাদেরই অগ্রাধিকার দেয়া হবে। অন্যথায় যাদের ছেলে-সন্তানাদি আছে তারা বৃদ্ধাশ্রমে থাকার সুযোগ পাবে না। সমাজের অবহেলিত এসব বৃদ্ধ-বৃদ্ধাদের সুষ্ঠু জীবন-যাপনে কক্সবাজার মমতাময়ী বৃদ্ধাশ্রমে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন (০১৮১৩-২৩৪৩৫১ ০১৬৩০-১৬৬০৮৫ ) কার্যকরী পরিষদের সভাপতি রাজু পাল ও সাধারণ সম্পাদক বিবেক পাল।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত