এম এ সাত্তার, কক্সবাজার:
কক্সবাজারের যে কোন শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোন প্রতিষ্ঠানে বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যাকান্ডেরমত কোন ঘটনা ঘটতে দেওয়া হবেনা। কক্সবাজার জেলা পুলিশ এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
আজ ১৩ অক্টোবর রোববার সকালে কক্সবাজার জেলা আইনশৃংখলা কমিটির সভায় কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন এ কথা বলেন। তিনি বলেন কক্সবাজারের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের নামে কোন নির্যাতন করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন ছাত্র/ছাত্রী বা অভিভাবক থেকে কোন অভিযোগও পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আবার সামান্য বিষয় থেকে যাতে বড় ধরনের কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে সবাই কে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানান। তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের নামে নির্যাতন বন্ধে শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি নিতে হবে।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃংখলা কমিটির উক্ত সভায় কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, এডিএম মোহাঃ শাজাহান আলি, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, পিপি এডভোকেট ফরিদুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আ জ ম মঈন উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবদুল মতিন, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল সহ জেলা আইনশৃংখলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।