শনিবার, আগস্ট ১৬, ২০২৫

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে গেছে এক স্কুল ছাত্র।

আপডেট:

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে গেছে এক স্কুল ছাত্র এই নিয়ে এক সপ্তাহে চার জন নিহত।

মোহাম্মদ আব্দুল্লাহ, টেকনাফঃ

বিজ্ঞাপন

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে গেছে এক ছাত্র। ভেসে যাওয়া ছাত্র কক্সবাজারের কলাতলী শামসুল আলমের পুত্র রবিউল হাসান (১০) । সেই কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

কক্সবাজার সমুদ্র সৈকতের জেলে পাড়া পয়েন্টে দুপুর ১২ টার দিকে গোসল করতে নামলে সমুদ্রের স্রোতের ঠানে গভীর সমুদ্রে ভেসে যায়। পরে অনেক খুঁজাখুঁজি করে রবিউল হাসানকে পাওয়া না গেলেও রোববার ১৮ আগস্ট বিকেল ৫ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে লাইফ গার্ড কর্মীরা। কক্সবাজার টুরিস্ট পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এনিয়ে গত এক সপ্তাহে মোট ৪ জন ছাত্র সমুদ্র সৈকতে ভেসে গেছে। গত কয়েক দিন আগে কক্সবাজার সমুদ্র সৈকতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল।

কক্সবাজার জেলা প্রশাসন বলেন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কক্সবাজারে আসতে ইচ্ছুক পর্যটকদের আরো সাবধানতা অবলম্বন করতে এবং গভীর সাগরে নামা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে। পর্যটকদের জেলা প্রশাসন যে ধরনের সতর্কতামূলক নির্দেশনা প্রদান করে থাকেন সে সকল নির্দেশনা মেনে চলার জন্য বিনীত অনুরোধ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত