তাহমিদ লিয়াম,
শিক্ষাবোর্ডের অর্গানগ্রাম অনুযায়ী পরীক্ষা ছাড়া ফলাফল দেওয়ার কোন নিয়ম নেই। অর্গানগ্রাম অনুযায়ী শিক্ষার্থীদের আগে পরীক্ষা দিতে হবে এবং তা মূল্যায়ন হওয়ার পরই ফলাফল দেওয়া হবে।
করোনার কারণে ২০২০ সালের এইচএসসি এবং সমমানের পরীক্ষা বাতিল করে দেওয়ায় এই ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু শিক্ষাবোর্ডে এরকম কোন অধ্যাদেশ না থাকায় এখনো ফলাফল দেওয়া সম্ভব হচ্ছে না। অধ্যাদেশ জারি হলেই ফলাফল দেওয়া যাবে।
জানুয়ারির ৪ তারিখ মন্ত্রীসভার বৈঠকে আইন সংশোধনের খসড়া অনুমোদন হওয়ার কথা থাকলেও সেদিন সভা বাতিল হয়ে যায়৷ তাই অনুমোদন হওয়ার সম্ভাব্য তারিখ এখন জানুয়ারির ১১ তারিখ।
১১ তারিখ মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন হলে আগে প্রধানমন্ত্রী তারপর রাষ্ট্রপতির স্বাক্ষর করা সাপেক্ষে নতুন এই অধ্যাদেশ জারি হবে এবং এরপরই ফলাফল ঘোষণা সম্ভব।
অর্থাৎ, ২০২১ সালের জানুয়ারির ১১ তারিখই জানা যাবে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীরা তাদের ফলাফল কবে হাতে পাবে।
ডিবিসি নিউজকে এসব তথ্য দেন ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. আমিরুল ইসলাম।