চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন শনাক্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৬৪ জন।
মঙ্গলবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা কভিড সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুইজন ঢাকার বাসিন্দা। বাকি তিনজন ঢাকার বাইরের। নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ নারী। এরমধ্যে ২০ জন ঢাকার এবং ১৫ জন নারায়াণগঞ্জের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে মোট ৩৩ জন সুস্থ হয়েছেন।