বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

আনোয়ারায় মার্সি ইউনিভার্সের শীতবস্ত্র বিতরণ

আপডেট:

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের উপকূলীয় এলাকায় অনলাইন ভিত্তিক সংগঠন চট্টগ্রাম মার্সি ইউনিভার্সের পক্ষে দরিদ্র ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজ১১ জানুয়ারি শনিবার সকালে রায়ুপুরের ধলঘাট এলাকার প্রায় ৫০০ জন মানুষকে শীতের কম্বল বিতরণ করেন উক্ত সংগঠনটি।

বিজ্ঞাপন

এতে উপস্থিত ছিলেন মার্সি ইউনিভার্স এর ফাউন্ডার প্রেসিডেন্ট আবরার নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট শাগুফতা পারভিন, অর্থ সম্পাদক মিজান ফারুক,নির্বাহী সদস্য নাজিম ইবনে মাহবুব,আবু মুহাম্মদ সোহেল,ইরফান রহমান রাইসা নুর ও ফরহাদ আলম।

মার্সি ইউনিভার্স এর ফাউন্ডার প্রেসিডেন্ট আবরার নেওয়াজ বলেন,আমরা যদি এই শীতের মৌসুমে অসহায়দের পাশে দাড়ায়,দেশে আর কোন মানুষের শীতে কষ্ট পাবেনা,সবাই মিলে একসাথে এই শীতে আনন্দ ভাগাভাগি করে থাকতে পারব।

বিজ্ঞাপন

স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন,হাফেজ মোঃ ইসহাক মেম্বার,মোঃ ইসমাইল মেম্বার,মোঃ তাওফিক ইউনুছ, মো ফরহাদ প্রমুখ

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত