নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম ট্রিবিউন:
আনোয়ারা উপজেলায় ২নং বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় বাবাকে জিম্মি করে বোনের সম্পত্তিসহ রেজিস্ট্রার জালিয়াতির অভিযোগে সাইদুল হককে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।
এ ব্যাপারে তার বোন রুপসা জানান,আমার ভাই সাইদুল হক দুলাল,আমি এই খানে আমার আব্বার হয়ে কথা বলছি,আমার আব্বা সাইদুল হক দুলালকে জায়গা দিবে বলছে আপু কে যেমন দিয়েছে ৮ গন্ডা এরকম কিছু,কিন্তু আমার ভাই সাইদুল হক দুলাল দলিল জালিয়াতি করে কাউকে না জানিয়ে ৫৫ গন্ডা জায়গা আমার আব্বুকে জিম্মি করে নিয়ে নিছে,কিন্তু আমার আব্বা জানেন না ৮ গন্ডা জায়গা রেজিস্ট্রার করতে গিয়ে সে ৫৫ গন্ডা নিয়ে নিল।যখন আব্বা জানতে পারছে আমার আব্বার নাতি উকিল রাশেলকে বলছে বাতিল করে জায়গা গুলো ফেরত দিয়ে দিতে,এটা ছিলো ২০১৯ সালে।কিন্তু তাকে অনেক বুঝানোর পরে আমরা ব্যর্থ হয়ে আদালতের আশ্রয় নিতে বাধ্য হয়।
চট্টগ্রামের সি আর মামলায় তাকে আটক করা হয় বলে জানান আনোয়ারা থানা কর্মকর্তা এসআই আবুল ফয়েজ জুয়েল।
তিনি জানান আমি এবং থানার সঙ্গীয় ফোর্স সহ গোবাদিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সি আর মামলা নং- ৮৭/২১ ইং ধারা – ৪২০/৪০৬/৫১৬ দ: বি: এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সাইদুল হক (৩৫) কে তাহার নিজ বাড়ি হতে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা করা হয়েছে।