আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে Chattogram Flower Fest 2025 “Gala Night Concert”
নগরীর এম আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ইতিমধ্যে ৯০% প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকগণ। কনসার্ট নিরাপত্তা ঘিরে মোতায়েন করা হয়েছে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, এলিট ফোর্স সহ নিরাপত্তা সংস্থাগুলো। চট্টগ্রামকে প্রথম সুন্দর ও সুস্থ কনসার্ট উপহার দিতে পারবেন বলে আশা দিয়েছেন PrimeWave Communications
যেখানে মঞ্চ মাতাবেন Nagar Baul James, Artcell, Shironamhin, Arbovirus, Avoid Rafa, Teerondaz, Unmaad, Lalon
কিছু গণমাধ্যমে উন্মুক্ত কনসার্ট হিসেবে প্রকাশ হলেও মূলত এটি কোন উম্মুক্ত কনসার্ট নয়। দুই ক্যাটাগরিতে টিকেট সংগ্রহ করে কনসার্ট উপভোগ করার সুযোগ রেখেছে আয়োজকগণ।
সাধারণ টিকেট- ৩০০( গ্যালারি)
ফ্রন্টলাইন – ৫০০(ফিল্ড)
Ticket Link – https://tickticki.com/chattogram_flower_fest_2025
এতবড় কনসার্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে সকল প্রস্তুত সমপূর্ণ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পাশে থাকবে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, এলিট ফোর্স সহ নিরাপত্তা সংস্থাগুলো। কনসার্টের ইভেন্ট পার্টনার হিসেবে আছে PrimeWave Communications এবং ডিজিটাল পার্টনার হিসেবে আছেTottengCommunications