রবিবার, আগস্ট ১৭, ২০২৫

আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা-অগ্নিসংযোগ

আপডেট:

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী আরাকান সড়কের আমতল এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও পৌর কাউন্সিলর এসএম মিজানুর রহমান জানান, আমতল নির্বাচনী কার্যালয়ে আমরা নৌকা প্রার্থীর শুক্রবারের পশ্চিম গোমদন্ডী প্রচারণার প্রস্তুতি নিয়ে সভায় করছিলাম। হঠাৎ এসময় কালুরঘাট থেকে ৮-১০টি মোটর সাইকেল গোমদন্ডী ফুলতলমুখী যাওয়ার পথে নৌকার নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুঁড়ে মারে এবং অফিসে সামনে দাঁড়ানো মোটর সাইকেল এ অগ্নিসংযোগ করে।
তিনি আরও জানান, দুর্বৃত্তদের মুখে ‘জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে। তারা যাওয়ার সময় কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্কের সৃষ্টি করে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম বলেন, ‘ জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। ককটেল হামলার ঘটনায় একটি মোটর সাইকেলও পুড়ে গেছে। আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল নৌকার নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এছাড়া একটি বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করেছে। আগুনে অনেকাংশে পুড়ে যাওয়া মোটর সাইকেলও উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত