শনিবার, আগস্ট ১৬, ২০২৫

অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ব্রাভো

আপডেট:

খেলাধুলা ডেস্কঃ
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য উইন্ডিজ ক্রিকেট বোর্ড ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডে নাম রয়েছে অবসরের ঘোষনা দেওয়া ডোয়াইন ব্রাভোর। তবে ডিসেম্বরে ব্রাভো জানিয়েছিলেন, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক অঙ্গনে অবসর ভেঙ্গে ফিরতে চান তিনি।

এদিকে তিন বছরেরও বেশি সময় পর ডাবলিনে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মাঠে নামবেন এই তারকা অলরাউন্ডার। দেশের হয়ে তার শেষ ম্যাচটি ছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে।

বিজ্ঞাপন

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বাধীন নির্বাচক রজার হার্পার বলেছেন; ‘আমাদের মৃত বোলিংকে আরও উন্নত করা দরকার। তাই সেই জায়গাটি পূরণ করার অভিপ্রায় হিসেবে ডোয়াইন ব্রাভোকে ফিরিয়ে আনা হয়েছে।’

‘এই বিভাগে তার রেকর্ড সবারই জানা। অন্য বোলারদের পরামর্শদাতা হিসাবেও কাজ করতে সক্ষম হবেন এবং যেখানে প্রয়োজন সেখানে তার অভিজ্ঞতা ধার দিতে পারবেন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, জেসন হোল্ডারকে বিশ্রাম দিয়েছে বোর্ড। এছাড়াও আয়ারল্যান্ড সফর মিস করবেন ইঞ্জুরী আক্রান্ত ফ্যাবিয়ান অ্যালেন এবং কেমো পল। দলে ফিরেছেন রোবমান পাওয়েল। এছাড়াও ১৩ সদস্যের ১৪ তম তম সদস্য হিসেবে নতুন একজন খেলোয়াড় যোগ করবেন নির্বাচকেরা।

আয়ারল্যান্ড সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াড: কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, শেল্ডন কোট্রেল, শিমরন হেটমায়ার, ব্র্যান্ডন কিং, ইভিন লুইস, খেরি পিয়েরি, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, লেন্ডল সিমন্স, হেডেন ওয়ালশ জুনিয়র।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত