তাহমিদ লিয়াম,
গুঞ্জন ছিল আগে থেকেই যে আসন্ন উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে থাকছেন না সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তোজা। যার ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন সাবেক ক্রিকেটার আকরাম খান কিংবা খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আর এবার সত্যিই সত্যিই বাদ পড়লেন ম্যাশ। আসন্ন উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য ঘোষিত ২৪ সদস্যের প্রাথমিক ওয়ানডে দলে নেই মাশরাফি।
২০২৩ বিশ্বকাপে মাশরাফি যে থাকছেন না সেটা ২০১৯ বিশ্বকাপের আগে নিজেই নিশ্চিত করেছেন মাশরাফি। গত মার্চ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন অধিনায়ক হিসেবে নিজের সবশেষ ম্যাচ ও সিরিজ। এরপর থেকেই নড়াইল-২ আসনের এই সংসদ সদস্য পরবর্তী সিরিজের দলে থাকবেন কি-না কিংবা খেলোয়াড় মাশরাফি আর কয়দিন খেলবেন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো। অবশেষে আজ জানা গেল৷
মূলত অন্যান্য দলগুলোর মতো বাংলাদেশও ২০২৩ বিশ্বকাপকে নিয়ে পরিকল্পনায় ব্যস্ত। তাই তরুণদের সুযোগ দিতেই মাশরাফিকে বাদ দেওয়া।
এছাড়া ২৪ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্য পেসার শরিফুল ইসলাম ও কদিন আগেই টি-টোয়েন্টিতে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান বনে যাওয়া বামহাতি বিদ্ধংসী ব্যাটসম্যান পারভেজ হোসাইন ইমন৷
এছাড়াও দলে আছেন তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দীন, লিটন দাশ, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল শান্ত, তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ, আল-আমীন হোসাইন, আফিফ হোসাইন, মোহাম্মদ মিথুন। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও ইয়াসীর আলী রাব্বিও৷
এছাড়াও দলে ফিরেছেন সাকিব আল-হাসান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসাইন, রুবেল হোসাইন।