মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

অপরাধের নগরী রাতের ঢাকা

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট ও টহল না থাকায় রাতের ঢাকায় পাল্লা দিয়ে বাড়ছে চুরি ছিনতাইসহ নানা অপরাধ। কোনো কোনো চেকপোস্টে পুলিশের উপস্থিতি থাকলেও আয়েশী ভঙ্গিতেই সময় কাটাচ্ছেন তারা। অপরাধ প্রবণতা রুখতে রাতের টহল জোরদার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন রাতের ঢাকায় চলাচলকারীরা।

বুধবার রাত সাড়ে ১২টায় ফার্মগেট থেকে উবারের গাড়ি ভাড়া নেন তিন ব্যক্তি। পথে কাওরানবাজার মোড়ে ছিনতাইকারীদের কবলে পড়ে গাড়িটি। এসময় চালক ও যাত্রীদের চারটি মোবাইল ও নগদ ২১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

গত সোমরার রাতে রাজধানীর আগারগাঁওয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন মুসতাক নামের এক রিকশাচালক।

পাঠাও চালক হৃদয় সারারাতই রাইড শেয়ার করেন। গত তিন দিনে তার সামনে ঘটে যাওয়া কয়েকটি ছিনতাইয়ের ঘটনার কথা জানান তিনি।

বিজ্ঞাপন

সিএনজি, উবার, পাঠাও চালকসহ চলাচলকারী যাত্রীরা জানান, করোনা সংক্রমণের পর থেকে টহল ও চেকপোস্ট ঢিলেঢালা থাকায় বেড়েছে অপরাধ প্রবণতা।

গুলশান কূটনৈতিক এলাকাসহ রাজধানীর ২৫টি স্পটে দেখা যায়নি পুলিশের কোনও চেকপোস্ট। দু-একটি জায়গায় পুলিশকে আয়েশী ভঙ্গিতে বসে থাকতে দেখা গেছে। কমেছে আইনশৃঙ্খলা বাহিনীর ভ্রাম্যমাণ টহলও।

চেকপোস্ট ও ভ্রাম্যমাণ টহল চালু না করলে অপরাধ প্রবণতা আরো বেড়ে যেতে পারে বলে আশঙ্কা নগরবাসীর।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত