মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধিঃ
রাংগুনিয়ার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন We Can এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। গতকাল ২১ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭.৩০ এর সময় কেক কেটে তারা এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
We Can সংগঠনটি সফলতার সাথে ৪র্থ বছর শেষে পদার্পণ করেছে ৫ম বছরে।
বিশ্ব মহামারী করোনা ভাইরাসের প্রাধুরভাব এড়াতে সীমিত পরিসরে অত্র সংগঠনের এডমিন এবং সকল সদস্যদের নিয়ে আয়োজিত হয় স্বেচ্ছাসেবী সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন সালাম সুমন।এবং অনুষ্ঠান টি সঞ্চালনা করেছেন এডমিন আরাফিন শিশির।
আরো উপস্থিত ছিলেন এডমিন আরমান হোসেন,রাকিব আল হাসান, মোঃ রুবায়েত হোসেন, মোঃ রিয়াজুল ইসলাম রাকিব, ইঞ্জিনিয়ার মোঃ মুরশেদ আলম, মুবিনুর রহমান, ইমতিয়াজ বিন আজাদ, ওয়াহিদ জুবায়েদ ইন্তি এবং অত্র সংগঠনের সদস্য বৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানের এডমিন এবং সংগঠনের সদস্যদের একটাই বক্তব্য তারা মানুষের কল্যাণে ও মানবতার সেবায় কাজ করেন।এবং আগামিতে আরো বড় পরিসরে তারা এ সংগঠনকে এগিয়ে নেয়ার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছেন। তাদের মূল উদ্দেশ্য সেবামূলক কাজ করা এবং মানুষ কে সেবা দেয়া।