সোমবার, আগস্ট ১৮, ২০২৫

‘In this Together’ এর পক্ষ থেকে ফ্লো মিটার প্রদান

আপডেট:

নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামে এক মানবতায় ক্রান্তিকাল লগ্নে হতে কাজ করে যাচ্ছেন, In this Together বেসরকারী সংগঠনটি। ১৯ ইং ২০২০ রবিবার সকাল ১০ টায় চিটাগাং জেনারেল হাসপাতালে ফ্লো মিটারসহ অন্যান্য সামগ্রিক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকলে সচেতনে করোনা মোকাবেলায় সবাই মিলে সহযোগিতার মাধ্যমে মোকাবেলা করতে হবে।

এই জন্য সরকার এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন একসাথে কাজ করে যাচ্ছে. ইন ডিস্ টোগেদার এর উদ্যোক্তা এক মানবতায় প্রেমিক প্রিয় মূখ নারী রুশী জাহান এর সহযোগীতায় চিটাগাং জেনারেল হাসপাতাল এ 25 টি সেন্ট্রাল অক্সিজেন লাইন।

বিজ্ঞাপন

ফ্লো মিটার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন. প্রধান তত্তাবদায়ক ডাঃ অসীম কুমার নাথ . ডাঃ আশফাক আহমেদ. তত্ত্বাবধায়ক ডাঃ বিজন কুমার নাথ. করোনা ফোকাল পার্সন ডাঃ আব্দুর রব। এতে আরো উপস্থিত আল আমিন হাসপাতাল লি এর মেডিকেল ডিরেক্টর ও লিও ক্লাব চেয়ারম্যান ডাঃ মেসবাহ উদ্দিন তুহিনসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত