নাঈম আহমেদ কপিল,
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে ভাটিয়ারী হাজী টিএসসি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৩-মে) দুপুরে ওই বিদ্যালয় মাঠে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে ১শ‘ ২০ জনকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নুরুচ্ছোফা।বিদ্যালয় ম্যানেজিং কমিটিরর সভাপতি ও ৯নং ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক- কান্তি লাল আচার্য্যসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুচ্ছোফা জানান, দেশে চলমান করোনা পরিস্থিতিতে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা তাদের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পরিবারের কথা চিন্তা করে নিজস্ব উদ্যোগে এসব খাদ্য সহায়তা প্রদান করেছে। এটা ভালো ও ব্যতিক্রমী উদ্যোগ। আমি মনে করি সকল বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা এভাবেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত।
এতে করে দুর্যোগ মোকাবিলা করা অনেকটা সহজ হয়ে উঠবে।