বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

রাঙামাটিতে বৌদ্ধ ধর্মেলম্বীদের পবিত্র শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ঘরে ঘরে পালনীয়

আপডেট:

চাইথোয়াইমং মারমা, রাজস্থলী রাংগামাটি:
পার্বত্য চট্রগ্রামের রাংগামাটি জেলায় আগামী ৬/৭ মে ২০২০ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বৌদ্ধলম্বীদের পবিত্র তম উৎসব। এই পবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ জম্ম গ্রহণ করেছিলেন।বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন।তাই এই দিন টি বৌদ্ধ ধর্মের সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব হিসেবে পরিচিত লাভ। এতে শুভ পূণির্মা কে ত্রিসৃতি বিজড়িত পূর্ণিমা ও বৌদ্ধদের জন্য খুবই গুরুত্ব পূর্ণ ও তাৎপর্যময় দিন হিসেবে বৌদ্ধ সম্প্রদায় জাতি কাছে বড় পবিত্র দিন খ্যাত সুপরিচিত লাভ করছে।

প্রসঙ্গত ২০২০ সালে কোভিভ-১৯ সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাস রোগের মহামারী ধারন কারনে আমরা সকলে ঘরে বন্দি জীবন যাপন করছি। তাই সকলের নিরাপদ র ক্ষা চিন্তা করে এই বছর শুভ বুদ্ধ পূর্ণিমা ২৫৬৪ বুদ্ধাব্দ পালনের সমস্ত কর্মসূচী স্থগিত করা হয়েছে বলে বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘের রাংগামাটি অাঞ্চলিক কমিটি সাধারন সম্পাদক শি ক্ষক বাবু তপন কান্তি বড়ুয়া গনমাধ্যমকে জানিয়েছেন। এতে শুভ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা যার যার ঘরে পালন করতে হবে।

বিজ্ঞাপন

আগামী ৬/৭ মে ২০২০ খ্রিষ্টাব্দে বুধবার ও বৃহস্পতিবার সরকারী নির্দেশনায় মেনে অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে শুভ বুদ্ধ পূর্ণিমা তিথিতে রাংগামটি জেলায় বৌদ্ধ ধর্মের প্রাণ পিপাসু ও পূর্ণ্যাথীদের যার যার ঘরে অবস্থানে বুদ্ধ পূজা, শীল গ্রহণ পালন এবং মোমবাতি প্রদীপ জ্বালানো মধ্যে দিয়ে উক্ত শুভ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা তিথি উদযাপনটি শেষ করতে হবে।
ঘরে থাকুন সুস্থ নিরাপদে থাকুন। “সব্বে সত্তা সুখীতা হোন্ত জগতে, সকল প্রাণী সুখী হউক”

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত