বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

রাজস্থলীতে জেলা প্রশাসনের নির্দেশনায় ২৮০০পরিবারকে ত্রাণের আওতায় আনা হচ্ছে

আপডেট:

চাইথোয়াইমং মারমা রাজস্থলী, রাংগামাটি:
রাংগামাটি জেলাধীন রাজস্থলী তে আবার ও এমএস,ভিজিএফ,১০ টাকা মূল্যের কার্ডধারী ব্যতীত ছাড়া প্রায় নতুন ২৮০০ পরিবারকে মানবিক সহায়তা আওতায় আনা হচ্ছে,জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।

রাংগামাটি জেলা প্রশাসন সূত্রে জানা যায়,বিশেষ করে এমএস খাদ্য বান্ধব কমসূর্চীর এবং।ভিজিডির কমসূর্চীর আওতায় প্রাপ্ত পুরো রাংগামাটি জেলাতে ৪৩ হাজার ৯০০ পরিবারে বাইরে থাকা খাদ্য সহায়তার আওতায় নিয়ে আসা হচ্ছে বলে উপজেলা প্রশাসন প ক্ষে জানা যায়।

বিজ্ঞাপন

রাজস্থলী ইউএনও মো:শেখ ছাদেক গনমাধ্যমকে জানান,সমগ্র উপজেলার খেতে খাওয়ার হতদরিদ্র অসহায় পরিবারের মানুষ যারা কোভিক-১৯ করোনা পরিস্থিতি তে কর্মহীন অবস্থায় ঘরে বন্দি জীবন যাপন করছে।সে সকল পরিবারকে মাঠ পর্যায় সঠিক বাছাই করে তাদের নামীয় তালিকা আগামী ২/৩ দিনের মধ্যে ত্রাণ মন্ত্রনালয়ে পাঠানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।মন্ত্রনালয় বিশেষ নির্দেশনায় মোতাবেক এ কার্য্যক্রম হাতে জরুরী ভাবে পদক্ষেপ নিয়েছে রাংগামাটি জেলা প্রশাসক।

প্রত্যক তালিকা অনুযায়ী এসব পরিবার গুলো বিশেষ কার্ডের মাধ্যমে প্রত্যক পরিবারকে একমাসে সবো র্চ্চ ২০ কেজি চাউল দেয়া হবে বলে জানা যায়। প্রসঙ্গ তালিকা তৈরি করে জেলা প্রশাসক রাংগামটি কার্যালয়ে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট রাজস্থলী উপজেলার তিনটি ইউপি, চেয়ারম্যানদের কে নির্দেশ প্রদান করে নিকস্ট উপজেলা নিবার্হী কর্মকর্তা।
ইউএনও বলেন,কেউ যাতে বাদ না পড়ে সেদিকে নজর রাখা,এবং ভিজিডিও খাদ্য বান্ধবের আওতায় যারা আছে তাদের ব্যতীত বাদ রেখে নতুন তালিকা তৈরি করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে কাজ সম্পাদন করার জন্য অনুরোধ করা হয়েছে। এব্যাপারে যদি কেউ কারচুপি পাওয়া যায় কোন ছাড় দেয়া হবেনা তাহলে তার বিরুদ্ধের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিককে জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত