মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ
তরুণ সমাজসেবক হাজী মোঃ গোলাম কাদের হেলাল ও তারুণ্যের প্রতীক বাংলাদেশের যৌথ উদ্যোগে তিনশত দুর্দশাগ্রস্থ মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতেখার সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করবে তারুণ্যের প্রতীক বাংলাদেশ। ভালবাসার মোড়ানো খাবারের ব্যাগ পৌঁছে দিতে কাজ শুরু করবে তারুণ্যের প্রতীক বাংলাদেশ’র সদস্যরা।
প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম তাওসীফ বলেন, গত ২৬ মার্চ হতে সরকারি বন্ধ ঘোষণা ও চলাচলে সীমিত করা হলে দৈনিক উপার্জনে জীবিকা সংকটে পড়ে যায় সাধারণ মানুষ। সংকটে সাধারণ মানুষের পাশে থাকতে চাই তারুণ্যের প্রতীক পরিবার।
তিনি আরো বলেন, বিপদকালে যথাসম্ভব সহযোগিতা নিয়ে মানুষের পাশে থাকাটা অবস্থাসম্পন্ন প্রত্যেকের কর্তব্য। আমরাও সে কর্তব্যই পালন করে যাচ্ছি। যতদিন আমাদের সামর্থ্যে কুলাবে, ততদিন আমরা মধ্যবিত্ত ও অসহায় মানুষের পাশে আমাদের ভালবাসার উপহারটুকু পৌছানোর দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ্।
আরো উপস্থিত ছিলেন: তারুণ্যের প্রতীক বাংলাদেশ’র সহ-সভাপতি মোঃ ফজলে এলাহি, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান সিফাত, সদস্য মোঃ ইফতেখার রাফি, মোঃ নাজমুল হক হৃদয়, মোঃ আল হাসনাত দিপন সহ প্রমুখ।