সোমবার, আগস্ট ১৮, ২০২৫

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাশে শিল্পপতি মেহেদি হাসান বিপ্লব

আপডেট:

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
“সবার উপরে মানষ সত্য তাহার উপরে নাই ”
বিশ্বব্যাপী করোনা (কোভিট-১৯) ভাইরাসের প্রাদুর্ভাবে নিস্তব্ধ হয়ে পড়েছে পুরো বিশ্ব, এমন পৃথিবী যেন আর কেউ কখনো দেখেনি, মৃত্যুপুরীতে রুপ ধারণ করেছে পৃথিবীর উন্নত ও শক্তিশালী রাষ্ট্রগুলো। বাদ পড়েনি বাংলাদেশও, এমন সময় বিত্তবান যারা অসহায়দের পাশে দাঁড়িয়েছে তাদের মধ্যে অন্যতম শিল্পপতি মেহেদি হাসান বিপ্লব। সাধারন বিভিন্ন জনগোষ্ঠীর পাশাপাশি এবার
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়ের লোকদের মাঝেও শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবের পক্ষ থেকে ত্রান বিতরন করা হয়েছে। যাদের কথা কেউ ভাবেনা তাদের পাশেই মোঃ মেহেদি হাসান বিপ্লব।

দাঁতমারা ইউপির ১নং ওয়ার্ডের উপজাতী অধ্যুষিত দুর্গম এলাকা কালাকুমের অবহেলিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবের পক্ষে ত্রান বিতরন করা হয়েছে। সাথে সাথে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে রমজানের ইফতার সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেয়া হয়েছে। তাঁর পক্ষে এসব উপহার পৌঁছে দেন ফটিকছড়ি প্রেসক্লাবের সমাজসেবা বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ কামাল উদ্দিন।এ সময় এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন। ত্রান পেয়ে সবাই ভীষন অানন্দিত।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত