নাঈম আহমেদ কপিলঃ
২৬নং ওয়ার্ড বি-ব্লকে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করছেন লায়ন মোঃ ইলিয়াছ । পর্যায়ক্রমে ১০ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌছে দেবার কথা জানান তিনি।
উত্তর হালিশহর ২৬নং ওয়ার্ড় বি-ব্লক একটি জনবহুল এলাকা। এখানে প্রায় পঞ্চাঁশ হাজার মানুষের বসবাস। যাদের মধ্যে অর্ধেকের এই বেশি মানুষ নিম্মবৃত্ত ও দিনমজুরী করে জীবিকা নির্বাহ করে। গত ২৩ দিন যাবত তারা ঘরে বন্দি অবস্থায় জীবনযাপন করছে।
লায়ন মোঃ ইলিয়াছ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অসহায় ও দুঃস্থ জনগণকে ঘরে রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এজন্য ডোর টু ডোর ঘরে থাকার উপহার সরুপ খাদ্য সামাগ্রী বিতরন করছি। তিনি জানান, চট্টগ্রাম-১০ আসনে সংসদ ডা. আফছারুল আমিন এমপি বিদেশে রয়েছেন। দুরদেশে অবস্থান থেকেও তিনি সার্বক্ষণিক নির্দশনা প্রদান করছেন।
এমপির নির্দেশনা অনুযায়ী ১০ হাজার পরিবারকে পর্যায়ক্রমে নিজস্ব অর্থায়নে খাদ্য সামাগ্রী পৌছে দেবার কথা জানান লায়ন মোঃ ইলিয়াছ।